Iphone 5 vs Samsung galaxy s3

সবাইকে আবার হতাশ করে এল IPHONE 5

image

Iphone 4 এর পর 4s দেখে অনেকে হতাশ হয়ে ছিল । সেখানে ছিলনা নতুন ডিজাইন, ছিল শুধু  Improved Camera এবং IOS5 .এই বার  IPHONE 5 এ আইফোন  প্রেমীরা পাচ্ছে শুধু  নতুন ডিজাইন ।

image

Displayসাইজ : 4 inch ,  640 x 1136 pixels  ( এত বছর পরেও HD ডিসপ্লে  না হওয়াটা হতাশজনক )Screen এ 44% বেশী  color saturation দেয়া হয়েছে ।থাকছে 4G LTE তবে AT&T, Verizon এর জন্য।যেই জায়গা তে বড়  পরিবর্তন সেটা হল  Slimness ।   এখন সেটা  7.6 mm  ,  ওজন 112 g Cameraথাকছে সেই পুরোনে  8 megapixel সেন্সর Camera তবে  Improved Version. । এত বছর পর যোগ করা হয়েছে panorama Mode।আর বাকি Touch focus, geo-tagging, face detection, HDR  পুরোনো ফিচার।ভিডিও রেকর্ড   আগের মত 1080p@30fps  তবে এইবার সামনের Camera দিয়ে HD Shoot করা যাবে।আপডেট  করা হয়েছে সাফারি Browser ও সিরি (SIRI)  Application.Tough Competition এর মার্কেটে  Samsung Galaxy S3 কে সব দিক দিয়েই হারিয়ে দিবে ঘোষনা দিয়ে ছিল আপ্যাল । কিন্তু বাস্তবে তা কিছুই হইনি ।সব চেয়ে  বড়  দুঃখ  হল IPHONE 5 এ  NFC সুযোগ থাকবে আশা করা হয়েছিল  যার মাধ্যমে দ্রুত ছবি ভিডিও sHARE  করা  যাই । কিন্তু দেয়া হইনি।মোট কথা দামে , ফিচারে , ব্যাটারি তে কোন দিকেই   Samsung Galaxy S3 এর ধারে কাছে নেই IPHONE 5 !

Leave a comment